পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রকাশিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন বা পিকেএসএফ।
পল্লী উন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান এটি ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত।
এটি বাংলাদেশের ক্ষুদ্র ঋনের জন্য সহায়ক সংস্থা।সম্প্রতি প্রকাশিত পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন বিশ্ব ব্যাঙ্কের অধীনে
নিয়োগ বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
১।পদের নামঃ এনভায়রনমেন্ট অফিসার
- পদ সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ডিগ্রী
- বেতনঃ ৫০,০০০ টাকা
২। পদের নামঃ এ্যাসিসটেন্ট ডিরেক্টর-অডিট এন্ড কমপ্রায়েন্স।
- পদ সংখ্যা: ০১টি ।
- শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/ব্যবস্থাপনায় স্নাতোকোত্তর।
- বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর ।
- কর্ম স্থলঃ প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর ।
- বেতনঃ ৬৮৫৮১/-টাকা।
৩।পদের নাম: ম্যানেজার-মনিটরিং (এমএফ কর্মসুচি)
- পদ সংখ্যা : ০১ (এক) জন।
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, অর্থনীতিতেবেতন: ৪৭০০০-৫২০০০/-টাকা ।
৪। পদের নামঃ এলাকা ব্যবস্থাপক-মাইক্রোফাইন্যান্স।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর ডিগ্রী।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিস্ট পদে কমপক্ষে ০৪ বছরের কাজের অভিজ্ঞতাও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্াধিকার) পারদর্শী এবং নিজস্ব মোটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
- বেতনঃ ৩৫,৬৮৭/-টাকা।
৫।পদের নামঃ শাখা ব্যবহ্থাপক-মাইক্রোফাইন্যা্স।
- শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক পাশ।
- অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্রিষ্ট পদে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা ওকম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদশীএবং নিজস্ব মোটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর ।
- বেতনঃ ২৭,৮৩২/-টাকা।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে heretipsz.xyz ।
তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন জব সার্কুলার ২০২২ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন
বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে
১।সকল পদের শিক্ষানবীশকাল ৩-৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীণ হবার পর সংহ্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্রাচুইটি, ২টি উত্সব ভাতা ও অন্যান্য ভাতা (মটর সাইকেল, মোবাইল, ইন্টারনেট) প্রদান করা হবে।
কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ
২।নিয়ম ও শর্তাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর-এইচআর এন্ড গ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ, বরাবরেসরাসরি অথবা ডাক/কুরিয়ার যোগে বিজ্ঞাপন প্রকাশের ১০ দিনের মধ্যে পৌছাতে হবে।
৩।ই-মেইল-এ আবেদনপত্র গ্রহনযোগ্য নহে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহবান করা হবে। খামে
৪।পদের নাম উল্লেখ করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্যউৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা থাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ভিশনঃ
এমন একটি বাংলাদেশ যেখানে দারিদ্র্য নির্মূল করা হয়েছে; ক্ষমতাসীন উন্নয়ন ও প্রশাসনের দৃষ্টান্ত জনগণকেন্দ্রিক, ন্যায়সঙ্গত এবং টেকসই; এবং সমস্ত নাগরিক সুস্থ, উপযুক্ত শিক্ষিত, ক্ষমতায়িত এবং মানবিক মর্যাদাপূর্ণ জীবন যাপন করে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
মিশনঃ
মানবজীবন এবং মানব দারিদ্র্যের একাধিক মাত্রা জড়িত নীতি ও কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন; জীবনের প্রতিটি পর্যায়ে উপযুক্ত প্রয়োজনগুলি পূরণ করে মানুষের অগ্রগতিতে জীবনচক্রের পদ্ধতির অনুসরণ করুন। নীতি পরিকল্পনা ও অ্যাকশন প্রোগ্রামিং সেন্টার মানুষের উপর এবং আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় ফোকাস করে। সহায়তা, পরিষেবাগুলি শিক্ষা, কর্মশক্তি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, পরিকাঠামো, পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা এবং সামাজিক মূলধনের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং উপযুক্ত অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলির প্রতিক্রিয়া, লিঙ্গ সমস্যা, সাংস্কৃতিক মাত্রা, ক্রীড়া এবং সামাজিক উকিল ইত্যাদি সম্পর্কিত